Main Menu

কসবায় বিনামুল্যে সার-বীজ পেলেন ১২শ কৃষক

+100%-

কসবা প্রতিনিধি ॥  ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কৃষি প্রণোদনা পেয়েছেন উপজেলার প্রান্তিক ১২শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক। বুধবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ মৌসুমে আউস ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তির কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরন প্রণোদনা কর্মসূচীর আওতায় এসকল কৃষি উপকরন বিতরন করা হয়। কৃষি উপকরন বিতরন উপলক্ষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আনুষ্ঠানিক বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো: ছামিউল ইসলাম। প্রতি কৃষককে ৫ কেজি ধান বীজ, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি।

উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা বেগমের সভাপতিত্বে কৃষি উপকরণ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছামিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তাপসী রাবেয়া ও কসবা প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের স্বপন প্রমুখ।






0
0Shares