Main Menu

কসবায় পাঁচ শতাধিক অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরন

+100%-
কসবা প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পাঁচ শতাধিক অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরন করেছেন অগ্রভাগীয় সাহিত্য সংগঠন নামে একটি সামাজিক সংগঠন।  মঙ্গলবার বিকেলে  কসবা পৌরশহরের সরকারী বালক উচ্চ বিদ্যালয় হল রুমে দুই শত এলাকার অসহায় মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরন করা হয়েছে।  এসময় অগ্রভাগীয় সাহিত্য সংগঠনের ২ শত তম  সামাজিক কাজের সম্পাদন করতে পারায় কেক কাটার মাধ্যমে শীতবস্ত্র বিতরন আনুষ্ঠানিক  কার্যক্রম শুরু করেন  ।
অগ্রভাগীয় সাহিত্য সংগঠন সভাপতি আশফাতুল হোসেন ভুইয়া এলমানের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলার মান্দার পুর গ্রামের কৃতি সন্তান সুইজারল্যান্ড প্রবাসী সিআইপি লায়ন রফিকুল ইসলাম জসিম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার নেমতাবাদ গ্রামের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার মোঃ কামাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, কসবা মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষ মোঃ তসলিম মিয়া, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি ও উপজেলা যুবদলের সদস্য সচিব জিয়াউল হুদা শিপন, বাংলাদেশ কৃষি ব্যাংকের ( অবঃ) জি এম  এ আর মামুন, জেলা জামায়াত ইসলামের  প্রচার সম্পাদক কাজী সিরাজুল ইসলাম, কসবা মহিলা  ডিগ্রি কলেজ সহকারী অধ্যাপক মোকারম হোসেন ভুইয়া, অগ্রভাগীয় সাহিত্য সংগঠনের উপদেষ্টা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ শফিকুর রহমান, সাধারণ সম্পাদক সজিব রানা ও সৈয়দাবাদ উত্তর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী শাহাদাত হোসেন মাষ্টার প্রমুখ। সঞ্চালনায় ছিলেন সাংবাদিক নেপাল চন্দ্র সাহা। এসময় শিক্ষক- সাংবাদিকসহ গন্যমান্য লোকজন ও উপকারভোগী নারী-পুরুষরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম জসিম বলেন, অগ্রভাগীয় সাহিত্য সংগঠনটি দীর্ঘদিন ধরে এলাকায় সামাজিক কাজ করে যাচ্ছে। সংগঠনের একঝাক সদস্য এলাকার অসহায়, নিরীহ- নিপীড়িত মানুষের পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছে। নিসন্দেহে এটি একটি মহৎ কাজ। যুব সমাজ মাদকের কড়াল গ্রাসে আক্রান্ত। এসময় সংগঠনের সদস্যরা এলাকায় মসজিদের অজুখানা নির্মান, দরিদ্র পরিবারে ঘরে নির্মান সহায়তা, স্বাস্থ্যসম্মত টয়লেট, টিউবওয়েল স্থাপন, অসুস্থ দরিদ্র রোগীদের চিকিৎসা সহায়তা, দরিদ্র পরিবারের মেয়ের বিয়েতে সহায়তার মতো মানবিক কাজ করে যাচ্ছে। তাদের কাজগুলো দেখে প্রবাসে থেকেও আমি অনুপ্রাণিত হই।  সংগঠনটির মানবিক সদস্যদের পাশে থাকতে পেরে ভাল লাগছে । তিনি সব সময় সংগঠনের সকলের পাশে  থাকার আশ্বাস দেন এবং সমাজের সচেতন মহলকে সংগঠনটির পাশে থাকার আহ্বান জানান। এসময় তিনি সকলের সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন।