কসবায় নামাজ পড়তে গিয়ে বৃদ্ধ নিখোঁজ, সকালে খালে মিললো লাশ
রুবেল আহমেদ : কসবায় নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হওয়ার একদিন পর মিললো এক বৃদ্ধের মৃতদেহ। শনিবার ( ১ জুন) সকালে নিজ গ্রামের পাশ দিয়ে বহমান অদের খাল থেকে পরিবারের লোকজন উদ্ধার করে ওই বৃদ্ধের মৃতদেহ। বৃদ্ধের নাম মোবারক হোসেন মুগা মিয়া। সে উপজেলার মুলগ্রাম ইউনিয়নের নিমবাড়ী গ্রামের মৃত কুলি মিয়ার ছেলে।
প্রতিবেশী হাবিবুল্লাহ ভুইয়া জানান, শুক্রবার (৩১ মে) ১১ টার দিকে নিজ গ্রাম নিমবাড়ী থেকে অদের বিল ও খাল পেরিয়ে পাশ্ববর্তী গ্রাম ছতুরা শরীফ হযরত মাওলানা আবদুল খালেক ( রাঃ) মাজার মসজিদে জুম্মার নামাজ পড়তে গিয়েছিলেন বৃদ্ধ মোবারক হোসেন মুগা মিয়া। নামাজ শেষে বিলের উপর দিয়ে ফেরার পথে অদের বিলের উপর দিয়ে বহমান খাল সাতরিয়ে পার হওয়ার সময় ডুবে গিয়ে নিখোঁজ হন । বিকেল নাগাদ ফিরে না আসায় স্বজনরা খোঁজাখুজি করতে থাকেন। কোথাও খুঁজে পাননি বৃদ্ধ মুগা মিয়াকে। পরদিন শনিবার সকালে স্থানীয়রা গ্রামের পাশে খালে ভাসমান লাশ দেখতে পেয়ে খবর দিলে স্বজনরা নিখোঁজ মোবারক হোসেনের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। পরে দুপুরে জোহর নামাজ বাদ পারিবারিকভাবে দাফন করা হয়।