Main Menu

কসবায় গাজাসহ পাচারকারী আটক ॥ সিএনজি জব্দ

+100%-

কসবা প্রতিনিধি:: কসবায় পাচারকালে ২০ কেজি ভারতীয় গাঁজাসহ হানিফ মিয়া (২৮) ওরফে রিয়েল নামে এক পাচারকারীকে আটক করেছে পুলিশ। গত রোববার বিকেলে উপজেলা মেহারী ইউনিয়নের শিমরাইল এলাকা থেকে এসব গাজা উদ্ধার করা হয়। আটককৃত হানিফ মিয়া কসবা পশ্চিম ইউনিয়নের আকসিনা কোল্লাবাড়ী গ্রামের লোকমান মিয়ার ছেলে। পাচারে ব্যবহৃত নাম্বারবিহীন সিএনজি চালিত অটোরিক্সাটিকেও জব্দ করেছে পুলিশ। আটককৃতের বিরুদ্ধে কসবা থানা উপ-পরিদর্শক কামাল হোসেন মাদক আইনে মামলা রুজু করেছেন।
পুলিশ জানায়, রোববার বিকেলে উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল এলাকা দিয়ে সিএনজি চালিত অটোরিক্সাযোগে গাজা পাচারের সংবাদে কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহাম্মদের নেতৃত্বে উপ-পরিদর্শক কামাল হোসেনসহ সংগীয় ফোর্স অবস্থান নেয়। সন্দেহভাজন সিএনজিটি সামনে আসলে গতিরোধ করে তল্লাসী চালিয়ে খাকি কালারের স্কচটেপে মোড়ানো ১০ প্যাকেটে ২০কেজি গাজা উদ্ধার করে পুলিশ। এসময় পাচারের অভিযোগে হানিফ মিয়াকে আটক ও সিএনজিটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়।
কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাজু আহাম্মদ জানান, পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক গোপন সংবাদে উপজেলা শিমরাইল এলাকা থেকে পাচারের সময় ২০ কেজি গাজা উদ্ধার করা হয়েছে। এসময় পাচারকারীকেও আটক করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।






Shares