আইনমন্ত্রীর নির্দেশে কসবায় টিকাদানে প্রশিক্ষণ শুরু- ৯৮ ইউনয়িনে টিকা পাবে পৌনে ২ লাখ মানুষ
খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা প্রতিনিধি:: আইনমন্ত্রী আনিসুল হক এমপির বলেছেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা-আখাউড়া উপজেলার ঘরে ঘরে টিকাদানে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য কম সময়ে বেশি সংখ্যক জনগোষ্ঠীকে ভ্যাকসিনের আওতায় আনতে আগামী ৭ আগস্ট থেকে বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে প্রতিদিনে ৬শত মানুষকে টিকা দেওয়ার লক্ষ্য নিয়েছে মাঠ পর্যায়ে পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যকর্মীরা।
আজ সকাল থেকে কসবা উপজেলা হাসপাতালের হল রুমে প্রথম দিনে ৩৫জনের প্রশিক্ষণ শুরু হয়। কসবা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অরুপ পাল,ডাক্তার অনিক চৌধুরীসহ প্রশিক্ষণ প্রদান করেন। জেলার সিভিল র্সাজন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ বলনে, প্রতিদিন ৬০০ জনকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। কেন্দ্রে এসে টিকা গ্রহীতারা নাম, জন্ম তারিখ, মোবাইল নাম্বার তালিকাভূক্ত করে টিকা নিবেন। পরবর্তীতে আমাদরে কর্মীরা টিকাগ্রহীতার তথ্যগুলো সার্ভারে অন্তর্ভুক্ত করবেন।