Main Menu

কসবা পৌর উচ্চ বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত 

+100%-
কসবা প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীতে  ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে সরকারী নির্দেশনা অনুযায়ী লটারির মাধ্যমে এ-ই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়টি  পৌর শহরের কদম তলী এলাকার টিআলী বাড়ি মোড়ে কসবা-কুটি চৌমুহনী সড়কের পাশে মনোরম পরিবেশে অবস্থিত।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে ভর্তি পরীক্ষায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শাহরিয়ার মুক্তার। বিশেষ অতিথি ছিলেন, কসবা প্রেসক্লাব সাবেক সভাপতি আবদুল হান্নান, বর্তমান নবগঠিত কমিটির সভাপতি আবুল খায়ের স্বপন, সাধারন সম্পাদক লোকমান হোসেন পলা, বিআরডিবি কর্মকর্তা রাসেল আহমেদ, পরিচালনা কমিটির সদস্য আল মামুনসহ অন্যরা। স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাউদ্দিন আহমেদ।
কসবা পৌর উচ্চ বিদ্যালয়ে এ বছর ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তির জন্য ৬শ ১৫ জন্য শিক্ষার্থী আবেদন করে। এদের মধ্য থেকে লটারির মাধ্যমে ১শ ১০ জনকে ভর্তির সুযোগ দেওয়া হয়েছে। ছাত্র ভর্তির সুযোগ পাচ্ছেন ৫৫ জন্য ও ছাত্রী ভর্তির সুযোগ পাচ্ছেন ৫৫ জন্য। এছাড়াও অপেক্ষিত তালিকায় রাখা হয়েছে ছাত্র-ছাত্রী মিলিয়ে ২০ জন্য।  বিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী সঠিক সময়ের মধ্যে লটারিতে ভর্তির সুযোগ পাওয়া ছাত্র-ছাত্রীদের কেউ ভর্তি হতে না চাইলে অথবা ভর্তি হতে না পারলে অপেক্ষায় থাকা লটারিতে সুযোগ পাওয়াদের মধ্য থেকে ভর্তি করে নেওয়া হবে। এর আগে লটারি মাধ্যমে ভর্তি কার্যক্রম উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি  উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শাহরিয়ার মুক্তার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক লায়লা আক্তার লিপি। এসময় শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, পরিচালনা কমিটির সদস্যগন, সাংবাদিক ও গণমান্য লোকজন উপস্তিত ছিলেন।





Shares