Main Menu

কসবার গোপীনাথপুরে ৪৭ বছর পর চিতাশাল উদ্বার

+100%-

কসবা প্রতিনিধি: কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের চন্ডিদ্বারে হরিয়াবহ শান্তি নগর গ্রামে সিবা চিতাশাল ৪৭ বছর পর উদ্বার হয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান এস এম মান্নান জাহাঙ্গীর,ইউপি সদস্য বিল্লাল ভূইয়া,নবী মিয়া,জাকির হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় অবশেষে স্বাধীনতার ৪৭ বছর পর দখলদারদের কবল থেকে উদ্বার করা হয়। স্বাধীনতার পর থেকে হিন্দু সম্প্রদায়ের লোকেরা উক্ত স্থানটি তাদের দেহ দাহ করে আসছিল।

সমাজের কতিপয় চক্র শসানের চারিদিক দখল করে রেখেছিল। শনিবার সকালে সীমানা নিধারণ সহ সকলের উপস্থিতিতে ১৯ শতক ভূমি শান্তিপর্নভাবে উদ্ধার হওয়াতে শশানের সভাপতি গৌতম কুমার বনিক ও হিন্দু সম্প্রাদায়ের লোকজন আন্তরিক ভাবে খুশি হয়েছেন। শশানের চারিদিকে পুকুর ও গভীর জমি থাকাতে এলাকার চারটি গ্রামের হিন্দু সমাজের লোকজন চিতা শালে দাহ করতে হয়।

উল্লেখ্য যে, উক্ত শশানের জন্য কোনো রাস্তা না থাকায় হিন্দুদের মরাদেহ নিয়ে শশানে যেতে বিপদে পড়তে হয়। তাই শান্তিনগরের শশান খলার রাস্তা নির্মাণ ও ভরাটের জন্য আইনমন্ত্রীর সহযোগিতা কামনা করেছেন হিন্দু সমাজ।






Shares