Main Menu

কসবায় পৌরসভার অনলাইন হোল্ডিং ট্যাক্স ব্যবস্থা চালু

+100%-

কসবা প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পৌরসভার হোল্ডিং ট্যাক্স আদায় কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় পৌর ভবনের কনফারেন্স হল রুমে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মুহাম্মদ শাহরিয়ার মুক্তার। এর মধ্যে দিয়ে প্রথম পর্যায়ে কসবা পৌরসভার দশ হাজার দুইশত ১৭ জন বাসিন্দা অনলাইনে হোল্ডিং ট্যাক্স পরিশোধের আওতাভূক্ত হলেন। পর্যায়ক্রমে পৌরসভার সকল বাসিন্দাই এর আওতাভুক্ত হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মুহাম্মদ শাহরিয়ার মুক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রকৌশলী ও পৌর প্রশাসকের কর্মসম্পাদন কমিটির সদস্য কাজী মাহমুদুল্লাহ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ও পৌর প্রশাসকের কর্মসম্পাদন কমিটির সদস্য মোঃ আলমগীর মিয়া, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও পৌর প্রশাসকের কর্মসম্পাদন কমিটির সদস্য তুহিন কান্তি দাস, কসবা থানা উপ-পরিদর্শক মোঃ মুজিবুর রহমান, কসবা প্রেসক্লাব নবগঠিত কমিটির সভাপতি আবুল খায়ের স্বপন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রওনক ফারজানা সহ অন্যরা।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা হিসাব রক্ষন কর্মকর্তা মোঃ বশির আহাম্মদ। এসময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকসহ সুধীজনেরা উপস্থিত ছিলেন।






Shares