Main Menu

আপনারা শুধু শুধু রাস্তায় পড়ে না থেকে লেখাপড়া করুন..আইনমন্ত্রী

+100%-

রুবেল আহমেদ ॥ আইনমন্ত্রী আনিসুল হক এমপি বলেন, বাংলাদেশে আইনের শাসন চলবে এবং সে জন্যই আইনের পথ ধরে সব সমস্যার সমাধান করতে হবে। শুক্রবার দুপুরে কসবা উপজেলা পরিষদ অডিটরিয়ামে পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষনাবেক্ষন কর্মসূচী প্রকল্পের আওতায় রক্ষনাবেক্ষন নারী কর্মীদের মাঝে সঞ্চয়ের চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ছোটখাট আন্দোলনের নামে যারা কৌটাবিরোধী আন্দোলনে নেমেছেন তাদেরকে অনুরোধ করে বলেন, আন্দোলনের কোনো ইস্যু নাই। আপনারা শুধু শুধু রাস্তায় পড়ে না থেকে লেখাপড়া করুন। আপনাদের কোনো বক্তব্য থাকলে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রীম কোর্টের আপিল বিভাগে ৭ আগষ্ট পর্যন্ত যে সময় দিয়েছেন সেখানে আপনারা বক্তব্য রাখুন। আমি আশা করি আপনারা স্ব স্ব বুদ্ধিতে ক্লাসে ফিরে যাবেন এবং পড়ালেখায় মনোযোগী হবেন।
মন্ত্রী আরও বলেন, কসবা-আখাউড়া মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গন হিসেবে সবচেয়ে বেশী পরিচিত এবং বহু বীর মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন বাংলাদেশকে স্বাধীন করার জন্য। তাদেরকে আমাদের সঠিকভাবে শ্রদ্ধা করতে হবে। আমরা যদি মুক্তিযুদ্ধ, শহীদ মুক্তিযোদ্ধা, জীবিত বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের চেতনা এবং আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সঠিকভাবে যদি শ্রদ্ধা না করতে পারি তাহলে মনে হয় আমরা এই বাংলাদেশকে অপমান করবো। আমাদের যে আইনী কাঠামোই তৈরি করা হোকনা কেন বীর মুক্তিযোদ্ধাদের একটা ছাড় দিতে হবে। এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। আমরা যে স্বাধীনতা ভোগ করছি এটা তাদের আত্মত্যাগের জন্য।
আইনমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ১৫ আগষ্ট সেই কালরাত্রের বর্বরোচিত এবং নির্মম হত্যাকান্ডের পরে বাংলাদেশের স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য পাকিস্তান হানাদার বাহিনীর যারা রাজাকার, আলবদর ছিলেন জিয়াউর রহমান তাদেরকে মন্ত্রী বানিয়েছিলো। স্বাধীনতার আদর্শ নষ্ট করেছিলো। এরশাদ খুনিদেরকে রাষ্টপতি নির্বাচন করতে দিয়েছিলো। আমাদের দেশের আইনের শাসন নষ্ট করেছিলো। জননেত্রী শেখ হাসিনা আইনের শাসন প্রতিষ্ঠা করে যুদ্ধাপরাধীদের বিচার করেছেন। বঙ্গবন্ধু হত্যাকান্ড ও জেল হত্যাকান্ডের বিচার করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শাহরিয়ার মুক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ছাইদুর রহমান স্বপন, পৌরমেয়র গোলাম হাক্কানী, জেলা প্রকৌশলী আবদুল মান্নান ও উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম, জেলা পরিষদ সদস্য আবদুল আজিজ, সাবেক পৌরমেয়র এমরান উদ্দিন জুয়েল, সাবেক উপজেলা চেয়ারম্যান আনিসুলহক ভ’ইয়া ও উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সাঈদা সুলতানা সুপ্রিয়া প্রমুখ। এসময় দলীয় নেতাকর্মীগনসহ গন্যমান লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে পল্লী কর্মসংস্থান রক্ষনাবেক্ষন প্রকল্পের ১শ জন নারীকর্মীর মাঝে ১ কোটি ২০ লাখ ৫০ হাজার টাকার চেক প্রদান করেন। এর আগে মন্ত্রী ২ কোটি ৭১ লাখ ব্যায়ে কসবা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারের জন্য দুটি নবনির্মিত বাসভবন উদ্বোধন করেন।






Shares