Main Menu

জানালার গ্রিল ভেঙে পালিয়ে গেল আসামি, ২ পুলিশ সদস্য বরখাস্ত

+100%-

 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় থানার একটি কক্ষের জানালার গ্রিল ভেঙে পালিয়ে গেছেন মো. আরজু মিয়া (২৪) নামে গাঁজাসহ গ্রেপ্তার হওয়া এক আসামি। গতকাল সোমবার (১ জুলাই) দুপুরে এ ঘটনার পর থেকে পুলিশ ওই আসামিকে গ্রেপ্তারে অভিযান চালালেও আজ মঙ্গলবার (২ জুলাই) বিকেল নাগাদ সেটা সম্ভব হয়নি।

এদিকে এ ঘটনায় ওই সময়ে দায়িত্বরত কর্মকর্তা এসআই নিজাম উদ্দিন ও কনস্টেবল জোৎস্না বেগমকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে নিয়ে আসা হয়েছে। তবে জানালার গ্রিল ভাঙা নিয়ে পুলিশের মধ্যে বিস্ময়ের সৃষ্টি হয়েছে।
পালিয়ে যাওয়া আরজু মিয়া কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের নূরুল হকের ছেলে।

খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার সকালে ধরখার ফাঁড়ি পুলিশ চার কেজি গাঁজাসহ আরজু মিয়াকে গ্রেপ্তার করে। সকাল সাড়ে ১১টার দিকে তাকে আখাউড়া থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হয়। দুপুরের দিকে তিনি থানার একটি কক্ষের জানালার গ্রিল ভেঙে পালিয়ে যান। বিষয়টি বুঝতে পেরে পুলিশ তাৎক্ষনিকভাবে তাকে গ্রেপ্তারে অভিযান চালায়। মঙ্গলবার সকালে যোগদান করা আখাউড়া থানার ওসি মো. মহিউদ্দিন বলেন, ‘থানায় যোগ দিয়েই বিষয়টি আমি জানতে পেরেছি। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে ওই আসামি কিভাবে গ্রিল ভাঙল সেটি বুঝতে পারছি না। তিনি আরো জানান, আইনগত প্রক্রিয়া শেষে তাকে থানা হাজতে রাখার প্রস্তুতি নেওয়ার সুযোগে ওই কক্ষ থেকে পালিয়ে যায়। দ্রুততম সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।






Shares