আখাউড়ায় অসহায় ব্যক্তিকে নতুন সেলাই মেশিন দিলেন ইউএনও শামসুজ্জামান
আখাউড়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আজ সোমবার (১১মার্চ)দুপুর ১২টায় ইব্রাহীম খলিল নামের এক ব্যক্তির হাতে নতুন সেলাই মেশিন তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জামান। নতুন সেলাই মেশিন পেয়ে ইব্রাহীম খলিল আনন্দ প্রকাশ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জানা যায়, সে আখাউড়া পৌরসভার বড় বাজার এলাকার বাসিন্দা ওসমান মিয়ার ছেলে। ইব্রাহীম খলিল পৌরশহরের বড় বাজার এলাকায় পুরাতন ব্যাগ ও কাপড়- চোপড় সেলাইয়ের কাজ করতেন । এই কাজের আয় দিয়েই কোনক্রমে সংসার চলছিল তার। কিন্তু সম্প্রতি তার পুরাতন সেলাই মেশিন নষ্ট হয়ে যায়। এতে সে বেকার হয়ে মানবেতর জীবন যাপন করছে। অর্থের অভাবে সেলাইন মেশিন ক্রয় করতে না পেরে নানা কষ্টে ইব্রাহীম খলিল দিন কাটাচ্ছিল। পরে বিষয়টি সাংবাদিক দ্বীন ইসলামের দৃষ্টিগোচর হলে সে তার ফেসবুকে ইব্রাহীম খলিলের মানবেতর জীবন যাপনের বিষয়টি তুলে ধরেন।
« নবীনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) উন্নয়নের স্বার্থে আনিছুর রহমানকে বিজয়ী করার আহবান॥ »