আখাউড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু



আখাউড়ায় পানিতে ডুবে তসিব মিয়া নামের এক দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৫ মার্চ) দুপুরে উপজেলার মোগড়া ইউনিয়নের গঙ্গানগর গ্রামে এই ঘটনা ঘটে। তসিব এই গ্রামের আবু সাঈদ মিয়ার ছেলে।
মোগড়া ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার তাসলিমা আক্তার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনিসহ স্থানীয়রা জানান, সবার অলক্ষ্যে তসিব বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর এক পর্যায়ে দুপুরে শিশুর লাশ পুকুরের পানিতে ভেসে উঠে। লাশ উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
« পরকীয়ার সন্দেহে স্ত্রীকে হত্যা, দেখে ফেলায় শ্যালিকাকেও খুন (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) ব্রাহ্মণবাড়িয়ায় টেলিভিশন সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা »