আখাউড়ায় জাতীয় সাংবাদিক নেতাদের সাথে সৌজন্য স্বাক্ষাত ও মতবিনিময়
শামীম উন বাছির । গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের নেতৃবৃন্দদের সাথে আখাউড়া প্রেসক্লাব সদস্যদের সৌজন্য স্বাক্ষাত ও মতবিনিময় হয়েছে। প্রীতি ক্রিকেট ম্যাচ খেলতে ভারতের আগরতলায় যাওয়ার পথে সকাল ১১টায় রেলজংশন স্টেশনে আখাউড়া প্রেসক্লাবের আহবায়ক রফিকুল ইসলামের নেতৃত্বে সমস্ত সাংবাদিকরা জাতীয় প্রেসক্লাবের নেতৃবৃন্দদের ফুলের তোরা দিয়ে অভ্যর্থনা জানান। পরে স্টেশন ভিআইপি কক্ষে জাতীয় সাংবাদিক নেতারা আখাউড়া প্রেসক্লাব সদস্যদের সাথে সৌজন্য স্বাক্ষাত ও মতবিনিময় করেন। জাতীয় সাংবাদিক নেতাদের এই দলটি দুপুর ১২টায় আখাউড়া স্থলবন্দরে পৌছলে ভারত আগরতলার সাংবাদিক নেতা মণিময় রায়সহ তাদের সাংবাদিক সমাজ নৌম্যান্সল্যান্ডে অভ্যর্থনা জানিয়ে ফুল দিয়ে বরণ করেন। আখাউড়া প্রেসক্লাব সাংবাদিকদের সাথে সৌজন্য স্বাক্ষাত কালে জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি কাজী রৌনক হুসেইন বলেছেন আখাউড়া প্রেসক্লাবের সদস্যদের আন্তরিকতায় আমরা মুগ্ধ হয়েছি। অন্যান্য জাতীয় সাংবাদিক নেতাদের মধ্যে ছিলেন বক্তিয়ার রাণা, মোহাম্মদ কাদের গণি চৌধুরী, নুরুউদ্দিন আহমেদ, মো: মহসীন, সামছু উদ্দিন আহমেদ, ফরিদা ইয়াছমিন, ফরিদ হোসেইন, হাসান শাহরিয়ার, মো: কামালুর রহমান, বুলবুল আহমেদ, মো: আনোয়ার উদ্দিন, সৈযদ মো: মামুন, এম, এ বাকী, মো: আসিফ ইকবাল, মো: মন্টু কাইছার, আব্দুর রহিম, মোকাম্মেল আহসান, আবু দারদা জুবায়ের বিন হাবিব, জাহাঙ্গীর শাহ বাদশা, আতিকুর রহমান, তারেক মাহমুদ, এসএম নাসিমুল হাসান, মো: রাকিবুল হাসান, মাজহার উদ্দিন, মোহাম্মদ ইসলাম ও রাবিদ ইমাম। আখাউড়া সাংবাদিক নেতাদের মধ্যে ছিলেন রফিকুল ইসলাম, বিশ্বজিৎ পাল বাবু, নুরুন্নবী ভূঁইয়া, জুটন বনিক, মহিউদ্দিন মিশু, আব্দুল মমিন বাবুল, দেলোয়ার হোসেন প্রমুখ। |
« নবীনগরে অগ্নিকান্ডে মেঘনা লাইফ ইন্সুরেন্স অফিস ভস্মিভূত (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) আখাউড়া প্রেসক্লাবের কমিটি গঠন »