আখাউড়ার সন্তান সাজী আওয়ামী আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত
মাসুক হৃদয় : বাংলাদেশ আওয়ামী আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ইষ্টার্ন ইউনিভার্সিটির আইন বিভাগের ছাত্র আখাউড়া উপজেলার তারাগণ গ্রামের সন্তান সৈয়দ আমিনুল ইসলাম সাজী। সম্প্রতি ঢাকার জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমীতে সংগঠনটির চতুর্থ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক বিপব হাসান পলাশ-এর সভাপতিত্বে ও সৈয়দ আমিনুল ইসলাম সাজীর পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী আইনজীবি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, স্বরাষ্ট্রমন্ত্রী এডভোকেট সাহারা খাতুন। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, উপদেষ্টা মন্ডলীর সদস্য অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান, আইন সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুক, অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এম.পি, সুপ্রীমকোর্ট বার এ্যাসোশিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ উদ্দিন আহমেদ মেহেদী, বাংলাদেশ আওয়ামী আইনজীবি পরিষদের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মুন্সী ফখরুল ইসলাম, অ্যাডভোকেট আলহাজ্ব মো. ইসরাফিল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান হাওলাদার, আইন সম্পাদক অ্যাডভোকেট কাজী নজিবুল্লাহ হিরু,অ্যাডভোকেট শেখ হেমায়েত হোসেন, অ্যাডভোকেট মোখলেছুর রহমান বাদল, বাংলাদেশ আওয়ামী আইন ছাত্র পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট জগলুল কবির, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক চৌধুরী প্রমুখ।
সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র বিপ্লব হাসান পলাশকে সভাপতি ও এস.এম শাহীন আলম-কে সাধারণ সম্পাদক করে ১৮১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।