আখাউড়ায় ছাত্রলীগের রেলপথ অবরোধের চেষ্টা ॥ আন্তঃনগর ট্রেনে হামলা ॥
শামীম উন বাছির ।গতকাল বুধবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেল স্টেশনে ছাত্রলীগের একদল বিক্ষুব্ধ কর্মী বিক্ষোভ মিছিল করে রেলপথ অবরোধের চেষ্টা করে এবং আন্তঃনগর মহানগর ট্রেনে হামলা করে ইটপাটকেল ছুড়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা ছাত্রলীগের কমিটি জেলা কমিটি কর্তৃক বাতিল করার প্রতিবাদে দুপুর সাড়ে ১২ টায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা সাড়ে ১২ টায় ছাত্রলীগের একদল বিক্ষুব্ধ কর্মী রেল স্টেশনে এসে রেলপথ অবরোধের চেষ্টা করে। এসময় ঢাকা থেকে চট্রগ্রামগামী আন্তঃনগর ট্রেন আসলে অবরোধের চেষ্টা করে একপর্যায়ে তারা ট্রেনে ইটপাটকেল ছুড়ে। তবে এতে হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রলীগের নেতাকর্মীরা। ছাত্রলীগের বিক্ষুব্ধ কর্মীরা জানায়, জেলা কমিটি হঠাৎ করে কমিটি বাতিল করায় ছাত্ররা বিক্ষুুব্ধ হয়ে উঠে। তারা বর্তমান কমিটি বহাল রাখার দাবী জানায়। জেলা ছাত্রলীগের সদস্য সচিব হাবিবুর রহমান পারভেজ জানান, কমিটি মেয়াদ উর্ত্তীর্ণ হওয়ায় তা ভেঙ্গে দেয়া হয়েছে। এখন নতুন কমিটি হবে।আখাউড়া জিআরপি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসনাত জানান, একদল যুবক রেল পথে অবরোধের চেষ্টা করে বিক্ষোভ করেছে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
{jcomments on}