কমিটি ভেঙ্গে দেওয়ার প্রতিবাদে আখাউড়ায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও ট্রেনে ইট-পাটকেল নিক্ষেপ
আখাউড়া প্রতিনিধি ॥আখাউড়ায় মেয়াদোত্তীর্ণ উপজেলা ছাত্রলীগের কমিটি ভেঙ্গে দেয়ার প্রতিবাদে গতকাল বুধবার সকালে পৌরশহরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের একাংশ। এ সময় তারা রেলপথ অবরোধ করার চেষ্টা চালায় ও একটি যাত্রীবাহী ট্রেনের ইটপাটকেল নিক্ষেপ করে। পরে রেলওয়ে পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে দেয়। উপজেলা ছাত্রলীগ সূত্র জানায়, উপজেলা ছাত্রলীগের বর্তমান কমিটির মেয়াদ প্রায় ৬ বৎসর হয়েছে। নির্দিষ্ট মেয়াদের ৪ বৎসর অতিবাহিত হয়ে যাওয়ায় তৃনমূল নেতকর্মীরা দীর্ঘ দিন থেকে নতুন কমিটি গঠনের দাবী জানিয়ে আসছে। এরই প্রেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি গত ১০ এপ্রিল কমিটি বিলুপ্তি ঘোষনা করে। জানা যায়, বেলা সাড়ে এগারটার দিকে কমিটি ভেঙ্গে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রলীগের একটি গ্র“প। এ সময় আখাউড়া ষ্টেশনের অদূরে বড় বাজার রেলগেইট এলাকায় ঢাকাগামী আন্ত:নগর মহানগর প্রভাতী ট্রেনটি পৌছলে বিক্ষোভকারীরা ইট-পাটকেল নিক্ষেপ করে ও ঢাকা চট্টগ্রাম রেলপথ অবরোধ করার চেষ্টা করে। বিক্ষোভকারী ছাত্রলীগের নেতাকর্মীরা কমিটি পুনবর্হালের দাবী জানিয়ে ¯োগান দিতে থাকে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। বিক্ষোভকারীদের ইট পাটকেলে কোন যাত্রী হতাহত না হলেও ট্রেনের বেশ কয়েকটি জানালার কাছ ভেঙ্গে যায়।আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খন্দকার বলেন, ছাত্রলীগের একটি গ্র“প রেলষ্টেশন এলাকায় মিছিল করে ষ্টেশনের দক্ষিন দিকে ট্রেন অবরোধের চেষ্টা করলে রেলওয়ে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। আখাউড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি ওমর ফারুক বলেন, হঠাৎ করে কমিটি ভেঙ্গে দেওয়ায় কর্মীরা বিক্ষুব্দ হয়ে বিক্ষোভ মিছিল করেছে। |
« হিউম্যান হলার নামে নতুন পরিবহন অনুমোদন বন্ধ রাখার অনুরোধ (পূর্বের সংবাদ)