আখাউড়ায় টাস্কফোর্সের অভিযান : রেলওয়ের জায়গা দখলমুক্ত
প্রতিনিধি : আখাউড়ায় আজ বুধবার সকালে উচ্ছেদ অভিযান চালিয়ে বাংলাদেশ রেলওয়ে বিভাগের ভূ-সম্পত্তি দখল মুক্ত করেছে ট্রাস্কফোর্স বাহিনী। রেলওয়ের ঢাকা অঞ্চলের এস্টেট অফিসার আহম্মেদুল হক অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন। আখাউড়া রেল কোয়ার্টারে অবৈধভাবে নির্মিত বেশ কয়েকটি পাকা দোকানঘর গুড়িয়ে দেওয়া হয়। অভিযান চলাকালে আখাউড়া থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ এলাকাটি ঘিরে রাখে। রেলওয়ে এস্টেট অফিসার (ঢাকা) আহম্মেদুল হক বলেন, আমাদের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে রেলের জায়গায় অবৈধভাবে নির্মিত সকল স্থাপনাই ভেঙ্গে ফেলা হবে।
« বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে দেখা করার অন্তিম ইচ্ছা – আই,সি,ইউ তে যাবার পূর্বে দিলারা হারুন (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) আখাউড়ায় ছাত্রলীগের কমিটি বিলুপ্ত : সভাপতি সমর্থকদের বিক্ষোভ: ট্রেনে ইট-পাটকেল নিক্ষেপ : অন্য গ্রুপের »