১২ দিন বন্ধের পর আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু
টানা ১২ দিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আমদানী- রফতানি কার্যক্রম শুরু হয়েছে। দুর্গাপূজা ও লক্ষ্মীপূজার ছুটি শেষে আজ শনিবার সকাল থেকে বন্দরের কার্যক্রম শুরু হওয়ায় শ্রমিকদের মাঝে বেশ কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। তবে এই বন্ধের সময় আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু’দেশের বৈধ পাসপোর্ট-ভিসাধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।
আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, দুর্গাপূজা উপলক্ষ্যে গত ১৫ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত বন্দরে ছয় দিনের ছুটি ঘোষণা করা হয়েছিল। পরে লক্ষ্মীপূজার জন্য ২৫ অক্টোবর পর্যন্ত পণ্য নেবেন না বলে জানান ভারতের ব্যবসায়ীরা। তাই শুক্রবার সাপ্তাহিক ছুটি শেষে আজ শনিবার সকাল থেকে আবারও পণ্য আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে।
« ২৮ অক্টোবর আইনমন্ত্রীর পিতা এড.সিরাজুল হকের ১৬তম মৃত্যুবার্ষিকী (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত »