Main Menu

‘সৈয়দ আমিনুল ইসলাম শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন’-এর মাসিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

+100%-

12227052_10205322346198158_6555811003443408879_nপ্রেস বিজ্ঞপ্তিঃ আখাউড়ায় ‘সৈয়দ আমিনুল ইসলাম শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন’-এর উদ্যোগে কোরআন তেলাওয়াত, হামদ-নাত, আযান, দোয়া ও বিভিন্ন মাসলা-মাসায়েল প্রতিযোগিতার মাসিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আখাউড়ার তারাগন দরবার শরীফ জামে মসজিদে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন তারাগন দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব হাফেজ সৈয়দ শাআরেফীন শাহ্। সংগঠনের চেয়ারম্যান বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী সৈয়দ আমিনুল ইসলাম সাজী’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পীরজাদা সৈয়দ নজির শাহ্, পীরজাদা সৈয়দ খিজির শাহ্, পীরজাদা সৈয়দ সেলিম শাহ্, সৈয়দ আনোয়ার হোসেন, তারাগন দরবার শরীফ জামে মসজিদের খতিব মাওলানা আব্দুর রহিম খান, হাফেজ মাওলানা জাকির হোসেন প্রমুখ। এ সময় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। 12196131_10205322357278435_1089801071779275191_n






0
0Shares