Main Menu

সাড়ে ১২ লাখ টাকা আত্মসাৎ: আখাউড়া বন্দরের সাবেক ট্রাফিক পরিদর্শকের বিরুদ্ধে মামলা

+100%-

আখাউড়া স্থলবন্দরে প্রবেশ করা ২২ হাজার ৮৯০টি গাড়ির মধ্যে ১০ হাজার ৯০৭টি গাড়ির তথ্য এন্ট্রি না করে বন্দর মাশুল ও ভ্যাট বাবদ আদায়কৃত ১২ লাখ ৬১ হাজার ৯০২ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ট্রাফিক পরিদর্শক আবদুল কাদের জিলানীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫ (২) ধারায় অভিযোগ এনে রোববার (১৪ মে) সংস্থাটির সহকারী পরিচালক মাহবুবুল আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রবেশ করা গাড়িসমূহ শুল্ক স্টেশন ও বন্দর কর্তৃপক্ষের রেজিস্ট্রারে পৃথকভাবে এন্ট্রি করা হয়। ২০১৬ সালের সেপ্টেম্বর থেকে ২০১৮ সালের অক্টোবর পর্যন্ত আখাউড়া স্থলবন্দরে মোট ২২ হাজার ৮৯০টি গাড়ি প্রবেশ করে। কিন্তু আসামি আবদুল কাদের জিলানী প্রবেশকৃত ২২ হাজার ৮৯০টি গাড়ির মধ্যে মাত্র ১১ হাজার ৯৮৩টি গাড়ির তথ্য এন্ট্রি করেন। ১০ হাজার ৯০৭টি গাড়ির তথ্য এন্ট্রি না করে বন্দরের মাশুল ও ভ্যাট বাবদ আদায়কৃত ১২ লাখ ৬২ হাজার ৯০২ টাকা তহবিলে জমা না দিয়ে আত্মসাৎ করেন।






Shares