Main Menu

বাংলাদেশ হতে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ০৩ নাইজেরিয়ান আটক

+100%-

আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় তিন নাইজেরিয়ান নাগরিককে আটক করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯টায় ঘাগুটিয়া সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করে বিজিবি সদস্যরা।

বিজিবি জানায়, বিজিবির ঘাগুটিয়া ক্যাম্পের একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ঘাগুটিয়া সীমান্তের ২০২৮ নম্বর পিলার এলাকা দিয়ে (1) CHIBUIKE OLIVER NWOSU, PASS NO-A10082848 (2) CHINEMERE UCHECHUKWU, PASS NO-A10082580 (3) ELVIS CHIJIOKE EKEZIE, PASS NO-A10216745 বাংলাদেশ হতে ভারতে অবৈধভাবে প্রবেশকালে ঘাগুটিয়া বিওপি চেকপোস্টের বিজিবি উক্ত নাইজিরিয়ানদের আটক করে। আটককৃত ব্যক্তিদের কাছ থেকে (১) ০৩ টি ল্যাপটপ (২) ০৫টি মোবাইল (৩) ১৪,০০০/- নগদ বাংলাদেশী টাকা (৪) ১৩,৫৩০/- নগদ ভারতীয় রুপি (৫) ৫০০ ইউএস ডলার (৬) নাইজেরিয়ান ১০০ টাকা (৭) ০৪ টি কলেজ ব্যাগ (৮) ৪ জোড়া কেড্স (৯) ০৩টি নাইজেরিয়ান পাসপোর্ট পাওয়া যায়।

পরে আজ বুধবার সকালে আটককৃত তিন নাইজেরিয়ানকে আখাউড়া থানায় সোপর্দ করে।উক্ত ঘটনার বিষয়ে ঘগুটিয়া বিজিবি ক্যাম্পের হাবিলদার সিরাজুল ইসলাম বাদী হয়ে এজাহার দায়ের করলে আখাউড়া থানা মামলা নং- ৩৪ তারিখ- ২৪/০৭/২০১৯খ্রিঃ ধারা- কন্ট্রোল অব এন্টি অ্যাক্ট ১৯৫২ এর ৪ ধারা মামলা রুজু করা হয়েছে।






Shares