নানা কর্মসূচির মধ্য দিয়ে আখাউড়ায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
সাদ্দাম হোসাইন,আখাউড়া : ব্রাক্ষণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায় নানা কর্মসূচির মধ্যদিয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল মঙ্গলবার(০৫ জুন) বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে আখাউড়া উপজেলা প্রশাসন ও সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন এন্ড প্র্যাকটিসেস(সিদীপ) এর আয়োজনে আখাউড়া উপজেলা প্রশাসন চত্তরের সামনে থেকে সকাল ১১ ঘটিকায় একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি পুনরায় একই জায়গায় এসে শেষ হয়।
পরে আখাউড়া উপজেলা চত্তরে সাংস্কৃতিক ও ক্রিড়া কর্মসূচি ২০১৭-২০১৮ পরিষ্কার পরিচ্ছন্নতা
অভিযান করা হয়।
শেষে আখাউড়া উপজেলা প্রশাসন মিলনায়তন পরিষদে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুজ্জামান। আখাউড়া শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের সমাজ কল্যাণ বিভাগের প্রভাশক মো কামাল উদ্দিনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, ব্রাক্ষণবাড়িয়া পল্লী বিদুত সমিতির আখাউড়া জোনের ডি.জি.এম.আহম্মদ শাহ্ আল জাবের,মাধ্যমিক
শিক্ষক কর্মকর্তা মোঃ সৌকত আকবর যুব উন্নমন কর্মকর্তা মোঃ মুসলেহ উদ্দিন আখাউড়া প্রতিবন্ধী কর্মকর্তা মোঃ মনির হোসেন, আখাউড়া শহিদ স্মৃতি ডিগ্রী কলেজের বাংলা বিভাগের
প্রভাশিকা তানিয়া আক্তারসহ প্রমুখ।