আখাউড়া সীমান্তে মাদক নির্মুলে বাউতলায় আলোচনা সভা
আখাউড়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্তবর্তী গ্রাম বাউতলায় মাদক নির্মুলে, মাদকমুক্ত একটি আদর্শ গ্রাম গড়াকে কেন্দ্র করে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার( ১৩ মার্চ) সকাল সাড়ে ১১ টার দিকে উজেলার মোগড়া ইউনিয়নের বাউতলা গ্রামের সিএনজি স্টেশনে হাজী তমিজ উদ্দিনের সভাপতিত্বে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের উপস্থিতিতে এ আলোচনা সভার আয়োজন করেন বাউতলা পূর্ব পাড়া সমাজ কল্যাণ সংগঠন।আলোচনা সভার আহব্বায়ক বীর মুক্তিযুদ্ধা সাবেক মেম্বার আব্দুর রাজ্জাকের উপস্থিতিতে সঞ্চালনায় ছিলেন আব্দুল বাতেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন,হাজী হাবিবুর রহমান,মফিজুল ইসলাম শহিদুল হক চৌধুরী,আব্দুস সামাদ,তাজুল ইসলাম,হারিস মিয়া,নুর মোহাম্মদ,মোক্তার হোসেন ফায়সাল,জিতু মোল্লা প্রমুখ।
বক্তারা বলেন, শারীরিক ক্ষতি সাধন ছাড়াও মাদকদ্রব্য মানুষের পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত ইত্যাদি নানারকম ক্ষতি সাধন করে। মাদকাসক্তির ফলে সামাজিক মূল্যবোধের অবক্ষয় ঘটে। চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজী, সন্ত্রাস, হত্যা, ধর্ষন, দেহব্যবসা ইত্যাদি বেড়ে যায়।
মাদকাসক্ত ব্যাক্তি নাগরিকদের সামাজিক নিরাপত্তা নষ্ট করে। সুস্থ্য ও সুন্দর জীবন গঠনে মাদকমুক্ত সমাজ তৈরী করতে হবে। তাই অভিভাবকসহ সমাজের সকল পেশার নারী পুরুষকে বাউতলার গ্রামটি একটি মাদকমুক্ত সমাজ গঠনে এগিয়ে আসতে হবে।