Main Menu

আখাউড়ায় ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

+100%-

currentjalcur
ব্রাহ্মণবাড়িয়া থেকে ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার সকালে আখাউড়া তিতাস নদী এবং আশেপাশের জলাশয়ে অভিযান চালিয়ে এই কারেন্ট জাল জব্দ করা হয়।এসময় নদীতে কারেন্ট জাল ব্যবহারের অপরাধে শ্যামল দাস (৪৪) নামে এক জেলেকে এক হাজার টাকা জরিমানাও করা হয়। শ্যামল দাসের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের শ্যামনগর গ্রামে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ম্যাজিস্ট্রেট ও আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঈন উদ্দিন ইকবাল।

আখাউড়া উপজেলা মৎস্য বিষয়ক কর্মকর্তা আবু মাসুদ প্রতিবেদককে তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, দুপুর ২টার দিকে উপজেলা পরিষদ চত্বরে জব্দ করা কারেন্ট জাল পুড়িয়ে দেওয়া হয়।






Shares