আখাউড়ায় মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সাইকেল শোভাযাত্রা




এসময় বক্তব্য রাখেন- উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু, সংস্কৃতি কর্মী সমীর চক্রবর্তী, মাদক বিরোধী আন্দোলনের সংগঠক সৈয়দ তানভীর শাহ প্রমুখ। শোভাযাত্রাটি উপজেলার ৫টি ইউনিয়ন প্রদক্ষিণ শেষে বিকালে সড়ক বাজার মুক্ত মঞ্চে সমাবেশ করার কথা রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাঁর বক্তব্যে বলেন, আখাউড়াকে মাদকমুক্ত করতে সামাজিক আন্দোলনের পাশাপাশি প্রশাসনিক সব ধরনের ব্যবস্থা নেয়া হবে। এসময় তিনি মাদক কারবারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন মাদককারবারী যত প্রভাবশালীই হউক তাকে ছাড় দেয়া হবে না। প্রসঙ্গত, সীমান্তবর্তী উপজেলা হওয়ায় আখাউড়া মাদকের ট্রানজিট রোড হিসাবে পরিচিত। এ অঞ্চলে মাদকাসক্তের পরিমাণ দিন দিন বেড়েই চলেছে।
« ইসলামী ব্যাংকের শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত (পূর্বের সংবাদ)