আখাউড়ায় মাদকসহ নারী পাচারকারী আটক
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের খরমপুর বাইপাস এলাকা থেকে আমদানি নিষিদ্ধ ১০ বোতল ভারতীয় এসকফ সিরাপসহ আমেনা বেগম (২৮) নামে এক নারী পাচারকারীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে তাকে আটক করা হয়। আমেনা বেগম উপজেলার রামধননগর গ্রামের মুনসুর আহমেদের স্ত্রী।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ইসমত আরা এনি বাংলানিউজকে জানান, অটোরিকশায় করে এক নারী মাদকের একটি চালান নিয়ে যাচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সকালে আখাউড়া থানা পুলিশের একটি দল খরমপুর বাইপাস এলাকায় অভিযান চালায়। এ সময় ওই অটোরিকশায় তল্লাশি চালিয়ে আমদানি নিষিদ্ধ ১০ বোতল ভারতীয় এসকফ সিরাপ উদ্ধার করে। পরে অটোরিকশার যাত্রী আমেনা বেগমকে আটক করা হয়।
« দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুত সরবরাহ ব্যাহত (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) দিনব্যাপি তথ্য মেলা »