আখাউড়ায় নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন, কেন্দ্রে কেন্দ্রে পৌছেছে ব্যালট বাক্স , নিরাপত্তা জোরদার (ভিডিও)
আখাউড়ায় অনুষ্ঠিতব্য পৌর নির্বাচনের ভোট গ্রহণের জন্য কেন্দ্রে কেন্দ্রে ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি পাঠানো হয়েছে। দুপুরে রিটার্নিং কর্মকর্তা সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের ব্যালট বাক্স সহ নির্বাচনের প্রয়োজনীয় সরঞ্জামাদি বুজিয়ে দেন।
এদিকে নির্বাচনের দিন সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এরই মধ্যে এক প্লাটুন বিজিবি, ২৫০ জন পুলিশ, ১১টি মোবাইল টিম, তিনটি স্ট্রাইকিং ফোর্স ও ৫ টি ম্যাজিস্ট্রেট টিম কাজ করবেন বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা।
জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা রিটার্নিং কর্মকর্তা আলাউদ্দিন আল মামুন জানিয়েছেন ইতোমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আইনশৃক্সক্ষলা রক্ষা বাহিনী পৌর এলাকায় কাজ শুররুকরেছেন। ১১ টি কেন্দ্রে নিরাপত্তার জন্য ৫ টি ম্যাজিস্ট্রেট টিম কাজ করবেন। নির্বাচনে ১১ টি কেন্দ্রের মধ্যে ৬টি কেন্দ্রকে ঝুকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে।