আখাউড়ায় দিনে দুপুরে ছিনতাইয়ের ব্যর্থ চেষ্টা,আহত ১, গ্রেফতার ১ ছিনতাইকারী
আখাউড়ায় পৌর শহরে আজ সোমবার দিনদুপুরে ছিনতাইয়ের চেষ্টা হয়েছে। বেসরকারি টোবাগো কোম্পানির এক প্রতিনিধিকে ছুরিকাঘাত করে ১৮ লাখ টাকা ছিনতাইয়ের সময় খোকন সূত্রধর নামে (৩০) নামে এক ছিনতাইকারিকে আটক করেছে পুলিশ।
১৬ এপ্রিল সোমবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার পৌরশহরের লাল বাজার এলাকার জনতা ব্যাংকের নিচে এ ঘটনা ঘটে। আটক খোকন বিজয়রনগর উপজেলার সিঙ্গারবিল গ্রামের রমেশ সূত্রধরের ছেলে। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার জানান, দুপুরে লাল বাজারের জনতা ব্যাংকে বেসরকারি টোবাগোর এক প্রতিনিধি মানিক দেবনাথ টাকা জমা দিতে যাওয়ার সময় পথিমধ্যে কয়েকজন ছিনতাইকারি ধারালো ছুরি দিয়ে তাকে ছুরিকাঘাত করে ১৮ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যাওয়ার সময় তার আত্মচিৎকারে আশপাশের লোকজন তাদেরকে ঘিরে ফেলে। এ সময় একজনকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করে।
এ দিকে গুরুতর আহত অবস্থায় মানিক দেবনাথকে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেছে। ওসি আরো জানান, আটকৃতর বিরুদ্ধো যথাথত আইনগত ব্যবস্থা নেওয়া হবে ও তার সহযোগীদের গ্রেফতারের সাড়াশি অভিযান