Main Menu

আইনমন্ত্রীর নেতৃত্বের প্রতি সবার আস্থা আছে: আখাউড়ায় তিনটি স্থানে সভা করেছে আওয়ামী লীগ

+100%-

আগামী সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আইনমন্ত্রী আনিসুল হকের বিকল্প নেই উল্লেখ করে গতকাল শুক্রবার উপজেলার তিনটি স্থানে সভা করেছে আওয়ামী লীগ।

এসব সভায় বলা হয়, কসবা আখাউড়া আসনের সংসদ সদস্য আনিসুল হক এলাকায় ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড করে, বিনে পয়সায় চাকরি দিয়ে এলাকার মানুষের মনে স্থান করে নিয়েছেন।

আইনমন্ত্রীর নেতৃত্বের প্রতি সবার আস্থা আছে।

উপজেলার ধরখার বাসস্ট্যান্ডে আয়োজিত কর্মিসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেন ভূঁইয়া। আব্দুল হালিম ইউনুসের পরিচালনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. সেলিম ভূঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মুরাদ হোসেন, ধরখার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ইউপি) আরিফুল হক বাছির, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন বাবুল প্রমুখ।

মোগড়া বাজার এলাকায় অনুষ্ঠিত পরামর্শসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. নোয়াব মিয়া। আর মনিয়ন্দের কর্নেল বাজার এলাকায় সাবেক ইউপি সদস্য মো. নান্নু মিয়ার সভাপতিত্বে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের একটি সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গাফফার খান। অন্যদের মধ্যে বক্তব্য দেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, মনিয়ন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. কামাল হোসেন, আওয়ামী লীগ নেতা লুত্ফুর রহমান ভূঁইয়া প্রমুখ।

মো. লুত্ফুর রহমান বলেন, ‘আইনমন্ত্রী আনিসুল হকের বিষয়ে কারো কোনো ধরনের দ্বিমত নেই। আমরা আইনমন্ত্রীর নেতৃত্বে ঐক্যবদ্ধ।

’মো. মুরাদ হোসেন বলেন, ‘কসবা-আখাউড়া আসনে বর্তমান আইনমন্ত্রী আনিসুল হকের কোনো বিকল্পের কথা কেউ চিন্তাও করে না। ’ আব্দুল গাফফার খানও বলেন, ‘আইনমন্ত্রীর নেতৃত্বের প্রতি আমি আস্থাশীল। ’



« (পূর্বের সংবাদ)



Shares