Main Menu

১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযান:: বিপুল পরিমান মাদকদ্রব্যসহ আটক – ভ্রাম্যমান আদালত কর্তৃক কারাদন্ড প্রদান

+100%-

12208450_973768509362004_834346322630507548_nডেস্ক ২৪:: ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকায় অদ্য ১৫ নভেম্বর ২০১৫ তারিখ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ১৪৮ বোতল হুইস্কি , ০২ কেজি গাঁজা, ২২ বোতল ফেন্সিডিল এবং ০৩ বোতল ইস্কফসহ ০১জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আখাউড়া উপজেলার শিবনগর সীমান্ত এলাকায় ঘাগুটিয়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ জহিরুল হক এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে ০৬ বোতল হুইস্কি (৯০০০বিয়ার) এবং ০৩ বোতল ইস্কফ সহ মাদক ব্যবসায়ী মোঃ মাসুদ মিয়া (৩৫), পিতাঃ মোঃ নশু মিয়া, গ্রামঃ ছয়গরিয়া, পোষ্টঃ কর্ণেল বাজার, থানাঃ আখাউড়া, জেলাঃ ব্রাহ্মণবাড়িয়া কে হাতে নাতে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে বিজিবির উপস্থিতিতে ভ্রাম্যমান নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করা হলে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ।

এছাড়া সিংগারবিল বিওপি টহলদল কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে নোয়াবাদি সীমান্ত এলাকা হতে ২৪ বোতল হুইস্কি আটক, ফকিরমোড়া বিওপির টহল হিরাপুর সীমান্ত এলাকা হতে ৩২ বোতল হুইস্কি আটক, কসবা বিওপির টহল কমান্ডার জুনিয়র কর্মকর্তা সুবেদার আমিনুর রহমান এর নেতৃত্বে কালিকাপুর সীমান্ত এলাকা হতে ৪৮ বোতল ভারতীয় হুইস্কি আটক, গোষাইস্থল বিওপির টহল কমান্ডার জুনিয়র কর্মকর্তা (নায়েব সুবেদার) মোঃ হুমায়ন কবীর এর নেতৃত্বে কালিবাড়ি সীমান্ত এলাকা হতে ৩৮ বোতল ব্লু হুইস্কি আটক, বিঞ্চপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ নুর হোসেন এর নেতৃত্বে ভাগলপুর সীমান্ত এলাকা হতে ০২ কেজি গাঁজা আটক, আলীনগর বিওপির টহল কমান্ডার নায়েক রুহুল আমীন এর নেতৃত্বে কাশিমপুর সীমান্ত এলাকা হতে ২২ বোতল ফেন্সিডিল সহ বিভিন্ন প্রকার ভারতীয় পন্য আটক করা হয় । ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নজরুল ইসলাম সাথে যোগাযোগ করা হলে বিজিবি অভিযানে ০১ জন আসামী আটক সহ হুইস্কি, ফেন্সিডিল, গাঁজা এবং বিভিন্ন প্রকার ভারতীয় মালামাল আটকের ব্যাপারে নিশ্চিত করেছেন।






Shares