Main Menu

আখাউড়ায় বিএনপি সহ ৩ মেয়র প্রার্থীর নির্বাচন বর্জন (ভিডিও)

+100%-

akhuraelectionডেস্ক ২৪:: ব্যাপক কারচুপি ও অনিয়মের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা নির্বাচন শুরু হওয়ার ৪ ঘন্টার মধ্যে ৫ জন মেয়র প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী হাজী মো. মন্তাজ মিয়া, স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মশিউর রমান বাবুল,  এডভোকেট সোহেল ভ্ইূয়া নির্বাচন বর্জন করেছেন।
বুধবার দুপুর ১২ টায় পৌর এলাকার সড়ক বাজারে বিএনপি মনোনীত প্রার্থী হাজী মন্তাজ মিয়া, এডভোকেট সোহেল ও এর আগে সকাল সাড়ে ১০ টায় স্বতন্ত্র প্রার্থী বাবুল রাধানগর উচ্চ বিদ্যালয়ে সাংবাদিকদের কাছে ভোট বর্জনের ঘোষনা করেন।
হাজী মন্তাজ মিয়া অভিযোগ করে বলেন, নির্বাচনে ৯টি ওয়ার্ডের ১১ টি কেন্দ্রের মধ্যে কোথাও আমার এজেন্টদের থাকতে দেওয়া হচ্ছেনা। এছাড়াও ব্যালট পেপারে আগে থেকে সিল মেরে দেওয়া হচ্ছে। আমার কর্মীদের রাতের বেলায় হয়রানী করা হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, আইনমন্ত্রী আনিসুল হকের এপিএস এ্যাডভোকেটর রাশেদুল কায়সার জীবন এর নেতৃত্বে সাদা টুপি মাথায় প্রায় ২ শতাধিক বহিরাগত লোক আখাউায় আগমন করেছে। তাদের হামলায় আমার নেতাকর্মীরা আহত হয়েছে। এই নির্বাচনে আমার থাকা না থাক এক কথা । তাই আমি এই নির্বাচন থেকে সড়ে দাড়ালাম।
এদিকে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মশিউর রহমান বাবুল অভিযোগ করেন বলেন, সব জায়গায় আওয়ামীলীগের নেতাকর্মীদের দাপটের কারনে আমার সমর্থকরা দাড়াতে পারছে না। অনেক কেন্দ্র থেকে আমার এজেন্টদের জোর করে বের করে দেওয়া হয়েছে। প্রশাসনের কাছে অভিযোগ করলেও তারা কোনও কর্ণপাত করেনি।  অপর স্বতন্ত্র প্রার্থী এ্যাডভোকেট সোহেল ভ্ইূয়া বলেন, এত ঝাল ভোটের মাঝে নির্বাচন করা যায়না।

 






Shares