Main Menu

আখাউড়ায় চুরি হাওয়া জিনিসপত্রসহ চোর আটক

+100%-

সাদ্দাম হোসাইন,আখাউড়া প্রতিনিধি ::ব্রাক্ষণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায় এক প্রবাসীর বাড়িতে চুরি শেষে জিনিসপত্র নিয়ে যাবার সময় মো: রানা মিয়া (১৮) নামে এক চোরকে জনতা আটক করেছে।

গতকাল সোমবার (৯ জুলাই) দেড়টার দিকে আখাউড়া পৌরসভার নারায়নপুর গ্রামের প্রবাসী মোঃ ইয়াসিন মিয়ার বাড়ীতে চোরি করার সময় হাতেনাতে আটক হয় রানা মিয়া নামে চোরকে।

প্রবাসীর ভাই মোঃ জসিম মিয়া বলেন, রাত দেড়টার দিকে আমি বের হলে দেখি আমার রুমের দরজা খুলা পরে আমার চিৎকারে আশে পাশে থাকা লোক চলে আসে, তাদের সহযোগিতায় আমরা ঘরে প্রবেশ করে দেখি চুর আমার ঘরে থাকা চাউল,গ্যাসসহ অনেক জিনিসপত্র নিয়ে যাবার জন্য প্রস্তত করে রেখেছে, ঠিক যখন নিয়ে যাবে তখনি আমরা তাকে ধরেছি। রাত ৩ টার দিকে স্থানীয় লোকজনের সহযোগিতার থাকে আখাউড়া থানায় সোপর্দ করা করি।

আটকৃত চোর রানা মিয়া আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের নুরপুর পশ্চিম পাড়ার বাবুল মিয়ার
পুত্র । এ ব্যাপারে আখাউড়া থানার ওসি তদন্ত আরিফুল আমিন থানায় সোপর্দের বিষয়টি নিশ্চিত করেন।