সরকারের ব্যাপক সাফল্যে ঈর্ষান্বিত হয়ে বিএনপি-জামাত চক্র দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছেঃঃ বিজয়নগরে মোকতাদির চৌধুরী এমপি
হাওড় এলাকায় কৃষকদের মাঝে আধুনিক যন্ত্রপাতি বিতরণ, সমন্বিত খামার ব্যবস্থাপনা কম্পোনেন্ট ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে বিজয়নগর উপজেলা পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গণে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কৃষি উপকরণ বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত কৃষি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি ।
বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট তানভীর ভূইয়ার সভাপতিত্বে কৃষক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তারুন্নেছা শিউলি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম ভূইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান ফয়জুন্নাহার টুনি, ভাইস চেয়ারম্যান বাবুল আক্তার প্রমুখ।
কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মোকতাদির চৌধুরী এমপি বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। কৃষি খাতের উন্নয়নে ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছেন। যার ফলে আমাদের দেশের খাদ্যের চাহিদা মিটিয়ে বিদেশে আমরা রপ্তানি করছি। সরকারের ব্যাপক সাফল্যে ইশ্বানীত হয়ে বিএনপি-জামাত চক্র দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। জনগণের ঐক্যবদ্ধ শক্তির কারনে বিএনপি-জামাতের চক্রান্ত ব্যর্থ হয়েছে। তিনি আরো বলেন, বর্তমান সরকারের আমলে বিজয়নগরে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়িত হচ্ছে। পর্যায়ক্রমে সকল সমস্যার সমাধান হবে। তিনি বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।
সমাবেশ শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দরা বিজয়নগর উপজেলার পাঁচটি কৃষি ভিত্তিক সমিতির মাধ্যমে কৃষকদের মাঝে বিনামূল্য পাঁচটি ধান ও গম কাটার মেশিন বিতরণ করেন।
মোকতাদির চৌধুরী এমপি’কে বিপুলভাবে অভ্যর্থনা জানায় বিজয়নগরের সর্বস্তরের মানুষ। অভ্যর্থনা জানাতে চান্দুরা থেকে বিজয়নগর পর্যন্ত প্রায় ২৫টি সুবিশাল ও সুসজ্জিত তোরণ নির্মাণ করা হয়। জানা যায়, মোকতাদির চৌধুরী এমপি গত ৩০ নভেম্বর হতে ১ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এল সালভেদরের রাজধানী সানসালভেদরে পার্লামেন্টারিয়ানস ফর গ্লোবাল এ্যাকশন (পিজিএ) এর ৩৭তম বার্ষিক পার্লামেন্টারী ফোরামে যোগদান করেন। ৩৭তম বার্ষিক পার্লামেন্টারী ফোরামে যোগদান শেষে দেশে ফিরে তাঁর নির্বাচনী এলাকা প্রথমেই বিজয়নগরে কৃষক সমাবেশে যোগদান করেন। সমাবেশে বিভিন্ন এলাকা থেকে বর্ণাঢ্য মিছিল নিয়ে বিভিন্ন শ্রেণি পেশার কয়েক হাজার মানুষ যোগদান করেন। উল্লেখ্য বিজয়নগর উপজেলা পরিষদের নতুন ভবন নির্মাণের পর উপজেলা চত্বরের সামনে এটিই প্রথম অনুষ্ঠান।