সরকার করোনা পরিস্হিতিতে কৃষকদের ভর্তুকি দিয়ে যাচ্ছে :: মোকতাদির চৌধুরী এমপি
মো: জিয়াদুল হক বাবু::ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কৃষকদের মাঝে ধান কাটার হারভেষ্ট মেশিন , বীজ ও কৃষি যন্ত্রপাতি বিতরন অনুষ্টানে প্রধান অতিথির ভাষনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র ,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি বলেন, বর্তমান সরকার করোনা পরিস্তিতিতে কৃষকদের মাঝে ভর্তুকি দিয়ে বিভিন্ন ধরনের যন্তপাতি দিচ্ছে কৃষি কাজকে এগিয়ে নিতে এবং বিনামূল্যে সার ,বীজ ও কিটনাশক বিতরন করছে । আবার কৃষকদের সহজ শর্তে ঋন বিতরন করছে এবং আরেকটি দল দেশে নাশকতা তৈরি করে দেশের সম্পদ জ্বালাও পুড়াও করে ধংস করছে।
আজ সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কে,এম ইয়সির আরা-ফাতের সভাপতিত্বে ও কৃষি কর্মকর্তা মো: খিজির হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নাসিমা মুকাই আলী ,ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না, সাবিত্রি রানি ,ওসি আতিকুর রহমান ,প্রেসক্লাবের সভাপতি মৃনাল চৌধুরী প্রমুখ ।