Main Menu

বিজয়নগরে প্রবীণ  শিক্ষকদের সম্মাননা প্রদান

+100%-
মো: জিয়াদুল হক বাবু: বিজয়নগরে প্রবীণ শিক্ষকদের সম্মাননা প্রদান করেছেন প্রাত্তন শিক্ষার্থীরা।গতকাল শনিবার সকালে সাতবর্গ উচ্চ বিদ্যালয়ের হল রুমে স্কুলের সাবেক শিক্ষক এড,ছাদ উল্লাহ, রহমত আলী, ছাবেদ আলী ও শৈলেন্দ সেন স্যারকে ৬৮ টু ৭৫  ব্যাচের এসএসসি পরীক্ষার্থীরা তাদের  ৪ শিক্ষককে সম্মাননা প্রদান করেছেন।
এতে বীর মুক্তিযোদ্ধা আছারুন নবী   মোবারক মিয়ার  সভাপতিত্বে ও পংকজ দেবনাথ ও জহিরুল ইসলাম এর পরিচালনায় অনুষ্টানে উপস্থিত ছিলেন  স্কুলের শিক্ষার্থী সাবেক সচিব মো: মোশাররফ হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রদান প্রফেসর এমরান জাহান,মডার্ন হাসপাতাল এন্ড ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের এমডি আশেদুল হক জিন্টু,তিতাস হাসপাতালের এমডি মইনুল হক,সাবেক রেঞ্জার মো: নুরুজ্জামান,তিতাস গ্যাসের উপ মহাপরিচালক হাসান মাহমুদ, মা মনি হাসপাতালের  পরিচালক তাহিবুর রহমান রনি,প্রভাষক মনছুরুল হক আকিক,বিআরডিবির সাবেক ইন্সপেক্টর মো: হামিদুল হক খোকা, সাবেক প্রধান শিক্ষক মো: আব্দুল্লাহ, জসিম খান, রিয়াজুদ্দিন রুবেল, কাজী সাজু মিয়াপ্রমুখ।পরে প্রবীণ শিক্ষক ও শিক্ষার্থীরা চুনারুঘাট কালেঙা বাগানে দিনভর বনভোজন করে আনন্দ উল্লাস করেন।





Shares