চম্পকনগর থেকে ব্রাহ্মণবাড়িয়া রুটে নৌযান চলাচল বন্ধ
তিতাস নদীর লইসকা বিলে নৌকাডুবির জেরে চম্পকনগর থেকে ব্রাহ্মণবাড়িয়া নৌরুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
আজ শনিবার সকাল থেকে ওই রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে উপজেলা প্রশাসন।
নৌকাডুবির ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমীন তদন্ত কমিটির প্রধান। তদন্ত কমিটিকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল শুক্রবার বিকেল ছয়টায় ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে বালুবাহী নৌকার সঙ্গে যাত্রীবাহী নৌকার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে যাত্রীবাহী নৌকাটি ডুবে যায়। এখন পর্যন্ত ২২ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
« নৌকাডুবি: আরও এক শিশুর লাশ উদ্ধার, নিহত বেড়ে ২২ (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) কসবায় জাতীয় মৎস্য সপ্তাহে সাংবাদিকদের সাথে মতবিনিময় »