Main Menu

কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কোষ্টালশীপ ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ এর সিনিয়র সহসভাপতি নির্বাচিত

+100%-

বিজয়নগর প্রতিনিধি :: বিজয়নগর উপজেলার ইসলামপুর গ্রামের কৃতি সন্তান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর প্রতিষ্ঠাতা আলহাজ্ব কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম বাংলাদেশ কোষ্টালশীপ ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ এর সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন।

আলহাজ্ব কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কোষ্টাল -শীপ ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ এর ২০২১-২০২২ ও ২০২২ -২০২৩ মেয়াদের কার্যকরি পরিষদের সদস্য নির্বাচনে ১৫ টি পদের বিপরীতে ১১ টা হতে বিকেল ৩টা পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন কার্যক্রম সম্পূর্ণ হয়।নির্বাচনে ১৫ টি পদের বিপরীতে বৈদ ১৫ (পনের) জন সদস্যকে নির্বাচনী তফসিল এর ১৫ নং আইটেম এর মধ্যে পূর্ন প্যানেল এর নাম ও পদবী নির্বাচন করে পূর্ণপ্যানেল ঘোষণা করেন।

উক্ত প্যানেলের সম্মানিত সদস্যবৃন্দের মধ্য হতে, আলহাজ্ব কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি মৃনাল চৌধুরী লিটন ও সাধারণ সম্পাদক মো,জিয়াদুল হক বাবু সহ প্রেসক্লাবের সকল সদস্যরা ও ইসলামপুর আলহাজ্ব কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজের অধ্যক্ষ হাফেজ মোহাম্মদ শফিকুর রহমান, রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইমরান খান, উপাধ্যক্ষ মোহাম্মদ জহির উদ্দিন এর পক্ষ হতে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।