দেশকে গণতান্ত্রিক ধারায় পরিচালিত করতে হবে-ফজলে হোসেন বাদশা এমপি
ডেস্ক ২৪::ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি বলেছেন, মৌলবাদী, সামপ্রদায়িক ও সাম্রাজ্যবাদী শক্তির অব্যাহত ষড়যন্ত্র, লুটেরা, ব্যবসায়ী, রাজনীতিক, দুর্বৃত্তদের অশুভ আঁতাত দেশকে গভীর সংকটের মুখে দাঁড় করিয়েছে। তারা দেশকে পেছনের দিকে ঠেলে নিতে চায়। তারা দেশকে পাকিস্তান ও আফগান বানাতে চাচ্ছে। তাদের এই ষড়যন্ত্র কঠোর হাতে দমন করতে হবে। দেশকে অসামপ্রদায়িক ও গণতান্ত্রিক ধারায় পরিচালিত করতে হবে। তিনি শুক্রবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার ওয়ার্কার্স পার্টির উদ্যোগে চান্দুরা বাজার থেকে দীর্ঘ ৪ কিলোমিটার পদযাত্রা শেষে উপজেলা চত্বরে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি আরো বলেন, গ্যাস ও বিদ্যুতের মূল্য বাড়ানো হলে সাধারণ মানুষের জীবনে দুর্ভোগ নেমে আসবে। পাশাপাশি তিনি বিজয়নগরের ঘরে ঘরে গ্যাস ও বিদ্যুত্ সংযোগ ও মৃত নদী খননের জোরালো দাবি জানান। উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক দীপক চৌধুরী বাপ্পীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সভাপতি ও গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক বাপ্পাদিত্য বসু।
« চিনকিআস্তানা-আশুগঞ্জ সেকশনের ১৮০ কিলোমিটার রেলরুটের উদ্বোধন করেন রেলপথ মন্ত্রী মুজিবুল হক (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) নাসিরনগরে যুবলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত »