১০৩ বোতল ফেন্সিডিল ও ১১ বোতল বিয়ারসহ তথাকথিত মাদক সম্রাট শাহ আলম হাত নাতে গ্রেফতার
র্যাব-৯, ভৈরব ক্যাম্পের একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে মেজর মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এর নের্তৃত্বে অদ্য ১১/৪/২০১২ খ্রীঃ ১৫.০০ ঘটিকায় বি-বাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন চান্দুরাস্থ ইব্রাহিমপুর গ্রামের জনৈক বকুল মিয়ার বসতঘর এর পিছন হতে ১০৩ বোতল ফেন্সিডিল ও ১১ বোতল বিয়ারসহ তথাকথিত মাদক সম্রাট শাহ আলম (২৫), পিতা- সাগর আলী, মাতা-মৃত-মোছাঃ মিলন বেগম, গ্রাম- ইব্রাহিমপুর, থানা-বিজয়নগর, জেলা-বি-বাড়িয়াকে মাদক বিক্রয়রত অবস্থায় হাত নাতে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকের মূল্য ৭৫,০০০/- টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী নিজেকে মাদক সম্রাট বলে স্বীকার করে এবং দীর্ঘদিন যাবত সে তার অন্যান সহযোগীদের নিয়ে ০১টি সংঘবদ্ধ সিন্ডিকেট গড়ে তোলে যাহার মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে মাদক সরবরাহ করিত বলে জানায়। আসামীর বিরুদ্ধে বিজয়নগর থানায় মামলা প্রক্রিয়াধীন। |
« নবীনগরে ভ্রাম্যমান আদালতে ২৮ হাজার টাকা জরিমানা (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) সহজে বানানো যায় এবং কার্যকারী মশার ফাঁদ »