বিজয়নগরে স্কুল ছাত্রীর উত্যক্তের জের ধরে সংঘর্ষে আহত ১৫
প্রতিনিধি॥ রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে স্কুল ছাত্রী উত্যক্তের জের ধরে দু’গ্রামবাসীর সংঘর্ষে কমপক্ষে ১৫জন আহত হয়েছে। এ সময় দাঙ্গাবাজরা ৮/১০টি ঘর ভাংচুর চালায়। জানা যায়, উপজেলার ইছাপুরা ইউনিয়নের খাদুরাইল গ্রামের অলি মিয়ার কন্যা ও দাউদপুর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী মোসলেমাকে স্কুলে যাওয়া-আসার পথে প্রায়ই উত্যক্ত করত পার্শ্ববর্তী সাতগাঁও গ্রামের গ্রামের লোকমান মিয়ার পুত্র বখাটে নোমান (২২)। এ নিয়ে নালিশ দেয়া হলে কোন কর্ণপাত করেনি বখাটে নোমান। গতকাল দুপুরে উভয় পক্ষের লোকজন দা, বল¬ম, লাঠি নিয়ে সশস্ত্র সংঘর্ষে লিপ্ত হয়। আধাঘন্টাব্যাপী সংঘর্ষে ১৫জন আহত হয়। সংর্ঘষ চলাকালে দাঙ্গাবাজরা ৮/১০টি ঘর ভাংচুর চালায়। আহতদের মধ্যে বোরহান মিয়া (২৫), সিফত আলী (৫০), রহম আলী (৬০), সরাফত আলী (৩৪), লোকমানকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি ও অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহম্মেদ নিজামী জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। |
« পৌরসভার উদ্যোগে লাইসেন্স বিহীন রিক্সা আটক অভিযান শুরু (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) দুই বোন »