১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযান:: ১৬৪ বোতল ভারতীয় হুইস্কি এবং ০২ কেজি গাঁজা আটক
ডেস্ক ২৪::১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মঈনপুর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ ইসমাইল হোসেন এর নেতৃত্বে অদ্য ০১ নভেম্বর ২০১৫ তারিখ রাউতখোলা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১০০ বোতল ভারতীয় হুইস্কি আটক করা হয়।
এছাড়া গোসাইস্থল বিওপি টহলদল কর্তৃক বাড়াই সীমান্ত এলাকা হতে ২৪ বোতল হুইস্কি আটক। সিংগারবিল বিওপির বিশেষ অভিয়ানে নোয়াবাদি সীমান্ত এলাকা হতে ৪০ বোতল হুইস্কি আটক। বিঞ্চপুর বিওপির নিয়মিত টহলদল কর্তৃক ভাগলপুর সীমান্ত এলাকা হতে ০২ কেজি গাঁজা আটক।
কুমিল্লা সেক্টরের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার এবং ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নজরুল ইসলাম সাথে যোগাযোগ করা হলে বিজিবির অভিযানে হুইস্কি, গাঁজা এবং বিভিন্ন প্রকার মালামাল আটকের ব্যাপারে নিশ্চিত করেছেন। তিনি বলেন, যেহেতু মাদক দ্রব্য দেশ ও যুব সমাজকে অন্ধকারের দিকে ধাবিত করছে সেহেতু মাদক বিরোধী অভিযানে সকল সুশীল সমাজের নাগরিকদের এগিয়ে আসার আহব্বান জানান এবং মাদকের সাথে সম্পৃক্ত সকল অপরাধীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা গ্রহনের ক্ষেত্রে সার্বিক সহযোগীতা কামনা করেন।