১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযানে ১৩৭ বোতল হুইস্কি উদ্ধার
ডেস্ক ২৪:: গত রাতভর (০৬ মার্চ ২০১৬) অভিযান পরিচালনা করে ১৩৭ বোতল হুইস্কি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত রাত আনুমানিক ১১:০০ ঘটিকায় কসবা উপজেলার রাজরল্লবপুর সীমান্ত এলাকায় মঈনপুর সীমান্ত ফাঁড়ীর হাবিলদার মোঃ ইউনুছ আলীর নেতৃত্বে অভিযান পরিচালনা করে ৬৫ বোতল হুইস্কি উদ্ধার করা হয়েছে। অপরদিকে বিজয়নগর উপজেলার কালাছড়া সীমান্ত এলাকায় জুনিয়র কর্মকর্তা আব্দুল হামিদ এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে রাত আনুমানিক ১১:৩০ ঘটিকায় ৬০ বোতল হুইস্কি উদ্ধার করেছে বিষ্ণুপুর সীমান্ত ফাঁড়ীর বিজিবি জওয়ানরা।
এছাড়া আজমপুর সীমান্ত ফাঁড়ীর অপর একটি টহল দল কর্তৃক রাত আনুমানিক ১২:০০ ঘটিকায় আখাউড়া উপজেলার কাশিনগর সীমান্ত এলাকা হতে ১২ বোতল হুইস্কি উদ্ধার করে। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে ১২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল শেখ ফরহাদুজ্জামান এর সাথে যোগাযোগ করা হলে তিনি মাদক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।