Main Menu

বিজয়নগর থানায় অস্ত্রসহ ৩ জন ডাকাত গ্রেফতার

+100%-

bdakatপ্রেস রিলিজ: অদ্য ০৪/০১/২০১৭ইং তারিখ রাত অনুমান ০১.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে মোঃ আলী আর্শাদ অফিসার ইনচার্জ বিজয়নগনর থানা সাহেব এর নেতৃত্বে এসআই আঃ সুলতান ও এটিএসআই গোলাম মোস্তফা সঙ্গীয় ফোর্সসহ বিজয়নগর থানাধীন খাতাবাড়ী নামক স্থানে ঢাকা-সিলেট মহাসড়কের দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে আসামী ১। নান্নু মিয়া (২৫) পিতা-মৃত সাত্তার মিয়া সাং-সাতবর্গ থানা-বিজয়নগর জেলা ব্রাহ্মণবাড়িয়া  ২। সমর দাস (১৮) পিতা-মৃত গোপী দাস সাং-সাতবর্গ দাসপাড়া উভয় থানা-বিজয়নগর জেলা-ব্রাহ্মণবাড়িয়ার ৩। মোঃ সোহেল (২৬) পিতা-রহিজ মিয়া সাং-সাতগাঁও দক্ষিন পাড়া, থানা-বিজয়নগর জেলা ব্রাহ্মণবাড়িয়া বর্তমানে মাধবপুর (সুসান পেট্রোল পাম্পের সামনে) থানা-মাধবপুর জেলা-হবিগঞ্জদেরকে ১টি রাম দা,  ১টি ছোরা,  ১টি লোহার পাইপসহ গ্রেফতার করতে সক্ষম হন। তাহারা সবাই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।

আসামী নান্নু মিয়ার বিরুদ্ধে ৪টি, আসামী সমর দাস এর বিরুদ্ধে ২টি এবং আসামী  মোঃ সোহেল এর বিরুদ্ধে বিজয়নগর থানায় ৭টি ডাকাতি মামলা রয়েছে বলে বিজয়নগর থানা সূত্রে জানা যায়। তাদের গ্রেফতারে ফলে তাদের সহযোগী আরও ৮ জন ডাকাত এর নাম-ঠিকানা জানা গিয়েছে বলে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ জানান। পলাতক ডাকাতদের গ্রেফতারের জন্য অভিযান চলচে বলে অফিসার ইনচার্জ জানান। গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে বিজয়নগর থানায় ডাকাতির প্রস্তুতির মামলা নেওয়া হয়েছে বলে অফিসার ইনচার্জ জানান।






Shares