বিজয়নগরে প্রেসক্লাবের কার্যালয় উদ্বোধন




আজ সোমবার (১১ ডিসেম্বর) বেলা ১২ টায় প্রেসক্লাব বিজয়নগরের নতুন কার্যালয় আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। লাল ফিতা কেটে নতুন কার্যালয় উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা মুকাই আলী। পরে অফিস কক্ষে এক আলোচনা সভায় প্রেসক্লাবের সভাপতি মৃণাল চৌধুরী লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জিয়াদুল হক বাবুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নাছিমা মুকাই আলী।
বিশেষ অতিথি ছিলেন বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রাজু আহম্মেদ, ইছাপুরা ইউপি চেয়ারম্যান জিয়াউল হক বকুল, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসহাক সরকার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি শামসুল ইসলাম লিটন, সহ সভাপতি সাদেকুল ইসলাম ভূঞা, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম জহিরুল আলম চৌধুরী (টিপু)।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিজয়নগর থানা অফিসার ইনচার্জ রাজু আহম্মেদকে বদলি জনিত কারণে বিদায় সংবর্ধনা ও বিদায় শুভেচ্ছা জানানো হয়েছে।
« মা-বাবার ঝগড়া থামাতে না পেরে ক্ষোভে কিশোরের আত্মহত্যা (পূর্বের সংবাদ)