বিজয়নগরের উন্নয়নে সব কিছু করা হবে:: গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী মোকতাদির চৌধুরী




বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র বন্ধে সোচ্চার থাকতে হবে বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। তিনি বলেন, জিয়াউর রহমান ও এরশাদের শাসনামলে রেল প্রায় উঠিয়ে দেওয়া হয়েছিল। শেখ হাসিনা সরকার আসার পর সারাদেশে রেল সচল হয়েছে। আগে আমরা পড়তাম রেলপথ নেই কোন জেলায়। এটি আর এখন হবে না। সব জেলায় রেলপথ আছে। শুক্রবার বিকালে উপজেলা পরিষদ মাঠে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথির ভাষনে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী যোদ্ধা বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি এসব কথা বলেন।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে ও ভিপি জহিরুল ইসলাম সোহেলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাউশির সাবেক ডিজি অধ্যাপক ফাহিমা খাতুন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল বারী মন্টু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি হেলাল উদ্দিন, উপজেলা চেয়ারম্যান নাছিমা মুকাই আলী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মৃধা, কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজের প্রতিষ্ঠাতা কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান জিয়াউল হক বকুল, যুব মহিলা লীগের সভাপতি হালিমা খাতুন প্রমুখ।
মন্ত্রীর সংবর্ধনা অনুষ্টান শেষে মমতাজ বেগম সহ দেশের স্বনামধন্য বাউল ও আধুনিক শিল্পীরা গান পরিবেশন করেন।
« সেন্দায় লাগেজে তরুণীর পা-মাথা বিহীন মরদেহ উদ্ধার (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) সরাইলে বেপরোয়া ট্রাক্টর চাপায় মাদ্রাসা শিক্ষক নিহত »