ঢাকা সিলেট মহাসড়কে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১০
বিজয়নগর সংবাদদাতা :: ব্রাহ্মণবাড়িয়ার বিজনগরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রায় ১০ জন আহত হয়েছে।গুরুতর আহত ট্রাক ড্রাইভার সহ ৩ জনকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এতে ট্রাকচালকসহ ৫ জন আহত হয়েছেন। ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় ৫ কিলোমিটার যানজট সৃষ্টি হয়।
আজ বুধবার সকালে বিজয়নগর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের বিরপাশা নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যেক্ষদর্শীরা জানান, আজ বুধবার সকাল ১১ টায় ঢাকা সিলেট মহাসড়কের বিরপাশা নামক স্থানে ঢাকাগামী দিগন্ত বাসের সাথে মাধবপুর গামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ১০ জন আহত হয়েছে।গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।পুলিশ ও ফায়ারসার্ভিস এর লোকজন যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে এবং গাড়ি উদ্ধার করতে চেষ্টা করছে।
এব্যাপারে হাইওয়ে পুলিশের উপপরিদর্শক সারুয়ার আলম জানান,ঢাকাগামী দিগন্ত বাসের সাথে মাধবপুর গামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে এই দূর্ঘটনা ঘটে। ট্রাকের ড্রাইভার সহ গুরুতর আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।এর মধ্যে ট্রাকের ড্রাইভার ও হেলপার আশংকাজনক অবস্থায় রয়েছে।