বিজয়নগরে বাস ও ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
![+](https://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/plus.png)
![100%](https://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/100.png)
![-](https://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/minus.png)
![](https://i0.wp.com/brahmanbaria24.com/wp-content/uploads/2024/12/accident-2.jpg?resize=640%2C400)
ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিখাতা হাইওয়ে থানার ওসি মো: মারগুফ তৌহিদ জানান, আজ রবিবার সকাল ৮ টার দিকে উপজেলার ইসলামপুর এলাকায় মাধবপুর গামী দিগন্ত লোকাল বাসের সাথে বিপরীত দিক থেকে আসা পিডিএল কোম্পানির ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের সামনের অংশ দুমরে মুচড়ে গিয়ে ড্রাইভার মুছা মিয়া ঘটনাস্থলে নিহত হয় ।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।
« নৌযান শ্রমিকদের ধর্মঘট স্থগিত : পণ্য খালাস কার্যক্রম শুরু (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) প্রেমের টানে ব্রাহ্মণবাড়িয়া এসে বিয়ে করলেন ইউক্রেনের যুবক »