বিজয়নগরে ডায়াবেটিক সমিতির উদ্বোধন
বিজয়নগর সংবাদদাতা :: বিজয়নগরে ডায়াবেটিক সমিতির উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গল বার বিকালে উপজেলার চম্পকনগরে ডায়াবেটিক সমিতির কার্যালয়ের উদ্ভোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: মো:মাসুম।উক্ত উদ্ভোধনী অনুষ্টানে এড, জয় লাল বিশ্বাসের সভাপতিত্বে ও হাফেজ সেলিমের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজ সেবা অফিসার আব্দুল কাইয়ুম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা অফিসার আফরোজা বেগম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: জিয়াদুল হক বাবু,উপজেলা বিএনপির সভাপতি জমির হোসেন,হবিগঞ্জ সদর হাসপাতালের আরএমও ডা:মো: সুমন ভুইয়া, উপজেলা জামাতের আমির আবু সাঈদ সরকার, ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের ট্রমা সার্জন ডা: সুলাইমান মিয়া,ডা: মো: শাহ আজিজ স্বপন, বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক মালিক সমিতির সাধারণ সম্পাদক কাজী ইকবাল হোসেন প্রমুখ।
« আখাউড়ায় এক নারীকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) কসবায় পৌরসভার অনলাইন হোল্ডিং ট্যাক্স ব্যবস্থা চালু »