বিজয়নগরে টানা বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত। পানি বন্ধি মানুষ
মো: জিয়াদুল হক বাবু : বিজয়নগরে টানা বৃষ্টিতে অতিরিক্ত পানি জমে জনজীবন বিপর্যস্ত হয়ে পরেছে।উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢ্লে নেমে আসা পানিতে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।রাত থেকে এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।অনেক স্থানে বাড়ি ঘরের আশপাশে পানি উঠেছে এবং রাস্তাঘাট ডুবে গেছে ।পানি বন্ধি হয়ে পরেছে বেশ কয়েকটি গ্রামের মানুষ। ফলে উপজেলার বিভিন্ন স্থানে মাটির ঘর সহ বেশ কয়েকটি ঘর ভেঙেছে ও পুকুর ডুবে মাছ ভেসে যাচ্ছে। গাছগাছালি নষ্ট হয়েছে এবং ফসলী জমি ডুবে গিয়ে ফসলের ব্যপক ক্ষতি হয়েছে।
অন্যদিকে টানা বৃষ্টিতে সবচেয়ে বেশী সমস্যায় পরেছেন শ্রমজীবি ,দিনমজুর ও দৈনন্দিন ঘর থেকে বের হওয়া মানুষ। অনেকেই কাজে যেতে না পারায় খাবার যোগাতে পারছেনা। দুর্ভোগে পরেছে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা। বাড়িতে পানি আসায় গো খাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে।এব্যাপারে উপজেলা কৃষি অফিসার সাব্বির আহমেদ জানান,বাড়িঘর সহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এখনো ক্ষতির পরিমাণ নির্ধারন করা যায়নি। সিংগারবিল, বুধন্তি,বিষ্নপুর এলাকায় প্রায়৩০ হাজার হেক্টর আমন জমির ধান নষ্ট হয়েছে এবং লক্ষ টাকার মাছ ভেসে গেছে।প্রকল্প কর্মকর্তা শাহিনুর জাহান জানান, উপজেলার চম্পকনগর ইউনিয়নের খুদেহারিয়া গ্রামের সুজন মিয়া ও মুকন্দপুরের বামুটিয়া গ্রামের রবিউল আলমের ঘর সহ বেশ কয়েকটি মাটির ঘর ভেঙে ধসে পরেছে।
উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহবুবুল হক ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে বলেন,বর্ডার এলাকার গ্রাম গুলোতে পানি এসেছে । ঘরবাড়ি ভাংচুর ও ফসলের ব্যাপক ক্ষ্যয়ক্ষতি হয়েছে। কুটি টাকার মাছ পানিতে ভেসে গেছে। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের বিভিন্ন ভাবে সহযোগিতা করা হচ্ছে এবং দ্রুত পানি সরানোর চেষ্টা করা হচ্ছে।
(পরের সংবাদ) পাহাড়ি ঢলে তলিয়ে গেছে আখাউড়া স্থলবন্দর »