বিজয়নগরে ঐতিহাসিক ৭ ই মার্চ পালন
![+](https://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/plus.png)
![100%](https://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/100.png)
![-](https://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/minus.png)
বিজয়নগর সংবাদদাতাঃ বিজয়নগরে মন্গলবার নানা কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ ই মার্চ পালিত হয়েছে। সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন উপজেলা প্রশাসন,বিজয়নগর থানা,প্রেসক্লাব,মুক্তিযোদ্ধা সংসদ সহ দলীয় ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা। পরে উপজেলা পরিষদ থেকে ১ টি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে উপজেলা চত্বরে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নাছিমা মুকাই আলী। বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভুমি মেহেদী হাসান খান শাওন, ওসি রাজু আহমেদ,প্রকল্প কর্মকর্তা শাহিনুর জাহান, মুক্তিযোদ্ধা দবীর উদ্দিন ভুইয়া ,প্রেসক্লাবের সভাপতি মৃনাল চৌধুরী লিটন প্রমুখ।